চশমা পরলে ইংরেজি পড়া যাবে
এক রোগী এসেছেন চোখের চিকিৎসকের কাছে—
রোগী: ডাক্তারবাবু, চশমা নেওয়ার পর কি আমি এ-বি-সি-ডি পড়তে পারব?চিকিৎসক: অবশ্যই পারবেন।রোগী: এবার দেখব, কোন ব্যাটায় বলে আমি ইংরেজি পারি না।
****
অভিনেতার চরিত্রএকজন বিখ্যাত অভিনেতার ইন্টারভিউ নিচ্ছে পত্রিকার সাংবাদিক-সাংবাদিক: আচ্ছা আপনি তো যে কোনো মানুষের চরিত্রে অভিনয় করে ফুটিয়ে তুলতে পারেন?অভিনেতা: হ্যাঁ পারি, শুধু নিজের চরিত্রটাই ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়েছি।
****
ছবির দাম আকাশছোঁয়াচিত্রশিল্পীর প্রদর্শনী চলছে। তিনি এলেন সন্ধ্যার পর গ্যালারিতে। গ্যালারির মালিক আবার তার বন্ধু। তাকে জিজ্ঞেস করলেন, কেউ কি ছবি কিনতে চেয়েছে?বন্ধু বললো, হ্যাঁ হ্যাঁ। একজন এসে বললো, তোর মৃত্যুর পর এই ছবিগুলোর দাম আকাশছোঁয়া হবে কি না। আমি বললাম, অবশ্যই হবে। তখন তিনি একসঙ্গে ১৫টি ছবি কিনে নিলেন।
কেএসকে/জিকেএস