দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে শটগানসহ ৪ যুবক আটক

ঠাকুরগাঁওয়ে একটি শটগান ও ৭ রাউন্ড গুলিসহ চার যুবককে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুর ২টায় শহরের ইসলাম প্লাজা মার্কেটের আল সাউদ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, শ্যামলী আদাবর এলাকার এসএম মাহবুব চৌধুরীর ছেলে সাব্বির মাহমুদ চৌধুরী (৩৫), ঢাকা আগারগাঁও এলাকার সমির উদ্দীন সরকারের ছেলে সবুজ (৩০), মাদারীপুর জেলার শিবচর এলাকার শামসুদ্দীন শেখের ছেলে উজ্জল (৩১) ও ঢাকা আশুলিয়া এলাকার সফিউদ্দীনের ছেলে বাবু মিয়া (৩২)। ডিবি পুলিশ জানায়, আটককৃত ৪ যুবক ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের ইসলাম প্লাজা মার্কেটের আল সাউদ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ওঠেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। এসময় একটি শটগান ও ৭ রাউন্ড গুলিসহ ওই ৪ যুবককে আটক করে ডিবি পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফরহাত আহমেদ বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়ও আগ্নেয়াস্ত্রসহ নির্বাচনী এলাকায় আসার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। রবিউল এহ্সান রিপন/এফএ/এবিএস