কালীগঞ্জে রেকর্ড পরিমাণ সরিষা চাষ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

গাজীপুরের কালীগঞ্জে রেকর্ড পরিমাণ জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ করা হয়েছে। চাষিরা বলছেন, বাজারে সরিষার দাম ও চাহিদা ভালো থাকায় অনেকেই সরিষা চাষে আগ্রহ দেখাচ্ছেন।

উপজেলার কৃষি অফিসের তথ্যমতে, কালীগঞ্জ পৌরসভাসহ ৭টি ইউনিয়নেই সরিষা চাষ হয়। উপজেলার তুমলিয়া ও জামালপুর ইউনিয়নে একটু বেশি হয়। উপজেলায় বারি সরিষা ৯, ১৪, ১৭ ও ১৮ এবং বিনা সরিষা ৯ ও ১১ উচ্চ ফলনশীল জাত ছাড়াও স্থানীয় টরি সেভেন ও মাঘি প্রজাতির রেকর্ড পরিমাণ সরিষা চাষ হয়েছে।

কালীগঞ্জে রেকর্ড পরিমাণ সরিষা চাষ

সূত্র জানায়, চলতি বছর উপজেলায় ২৯৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ হয়েছে। গত বছর ১৫০ হেক্টর জমিতে ২৩৭ মেট্রিক টন সরিষা উৎপাদন হলেও এ বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৭২ মেট্রিক টন। এ বছর ১৪৫ হেক্টর জমিতে সরিষা চাষ বেশি হয়েছে।

তুমলিয়া ইউনিয়নের পিপ্রাশৈর গ্রামের কৃষাণী স্টেলা জোৎস্না বলেন, ‘আমি প্রতি বছর সরিষা চাষ করি। এবার কৃষি কর্মকর্তাদের কাছ থেকে বীজ ও পরামর্শ পাওয়ায় সরিষা চাষ ভালো হয়েছে। সেই সঙ্গে আবহাওয়া ভালো থাকায় ফলন বেশ ভালো হয়েছে।’

আরও পড়ুন
• আগৈলঝাড়ায় সরিষার বাম্পার ফলনের আশা 
• লবণাক্ত জমিতে সরিষা চাষে সফল হারুন গাজী 
• মিরসরাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ সরিষা চাষ 

কৃষক নয়ন মিয়া বলেন, ‘গত বছর ২ বিঘা জমিতে চাষ করেছিলাম। ফলন খুব ভালো হয়েছে। এবার দ্বিগুণ জমিতে চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে। আগামীতে আরও বেশি জমিতে চাষ করার চেষ্টা করবো।’

একই এলাকার দিপু রোজারিও বলেন, ‘গত বছর আমি ৩ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে। এবারও ৩ বিঘা জমিতে চাষ করেছি। এ বছরও ফলন খুব ভালো হয়েছে।’

কালীগঞ্জে রেকর্ড পরিমাণ সরিষা চাষ

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, ‘সরিষার ভালো দাম পাওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকের। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। বোরো রোপণের আগে সরিষা অল্প সময়ের ফসল, সেই সঙ্গে লাভজনক।’

তিনি বলেন, ‘আমাদের মূলত টার্গেট হচ্ছে বিদেশ থেকে তেলের আমদানি নির্ভরতা কমানো। এছাড়া কৃষকের এক ফসলি জমিকে দুই ফসলি এবং দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে বৃদ্ধি করা।’

আব্দুর রহমান আরমান/এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।