শীতে খসখসে হাত নরম রাখার ঘরোয়া উপায়
শীতের আগমনের সঙ্গে সঙ্গে প্রকৃতিই বার্তা দিচ্ছে, ঠান্ডা বাড়ছে। দিনের কাজের সময় পানি ব্যবহার এড়ানো যায় না-বাসন মাজা, কাপড় ধোয়া, রান্না-সবই করতে হয়। কিন্তু ঘন ঘন ঠান্ডা পানি ও সাবানের সংস্পর্শে হাতের চামড়া খসখসে হয়ে যায়, কুঁচকে যায় এবং এগজিমার ঝুঁকি বাড়ে...