ঘোস্ট কার্ল, হালকা এলোমেলো চুলের নতুন ফ্যাশন ট্রেন্ড
ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে দেখলেন-চুলে আলাদা করে কিছু করা হয়নি, তবু এক ধরনের হালকা এলোমেলো পরিপাটি ভাব। জট পাকানো নয়, আবার খুব যত্নে করা স্টাইলও নয়। ঠিক এই স্বাভাবিক অথচ স্টাইলিশ কেশসজ্জাই এখন ফ্যাশনের নতুন ট্রেন্ড। হলি-বলি-টলিউডে যাকে কেউ বলছেন ‘ঘোস্ট কার্ল’, কেউ আবার ‘ঘোস্ট ওয়েভস’…