রোবোট্যাক্সি চালু করছে উবার

সারাবিশ্বে স্বচালিত পরিবহন প্রযুক্তির প্রসার বাড়ছে। এবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে চালু হলো উবারের রোবোট্যাক্সি সেবা। উবার ও অস্টিন-ভিত্তিক স্বচালিত প্রযুক্তি প্রতিষ্ঠান এভরাইড যৌথভাবে এই বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে...