প্রস্তুতি শুরু করেছে রাজশাহী, দলে কোনো ঘাটতি দেখছেন না কোচ
বিপিএল শুরুর আগেই সবচেয়ে গোছানো দলগুলোর একটি হিসেবে আলোচনায় এসেছে রাজশাহী ওয়ারিয়র্স। নতুন দল হলেও প্রস্তুতি, অনুশীলন ও পরিকল্পনায় কোনো ঘাটতি রাখতে চাননি হেড কোচ হান্নান সরকার। শনিবার অনুশীলন শেষে তিনি জানিয়েছেন, নিলামের আগেই নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দল গঠন করেছে রাজশাহী...