দেশজুড়ে

আজমিরীগঞ্জে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তার স্বামী ও দেবরকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।আজমিরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অহিদুজ্জামান জানান, ওই উপজেলার শিবপাশা গ্রামের তৌহিদ মিয়ার স্ত্রী আছমা বেগম (৩৫) বিভিন্ন রোগে আক্রান্ত। তিনি একাধিকবার স্ট্রোক করেছেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।এদিকে, স্বামীর বাড়ির লোকজন তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর তার বাবার বাড়ির লোকজন তাকে হত্যা করা হয়েছে বলে দাবি জানান। খবর পেয়ে পুলিশ শুক্রবার তার স্বামী তৌহিদ মিয়া ও দেবরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে কাউকে আটকের বিষয়টি তিনি জানেন না বলে জানান।এখলাছুর রহমান খোকন/এসএস/পিআর