দেশজুড়ে

কক্সবাজার থেকে মাদক আনেন স্বামী, নোয়াখালীতে বিক্রি করেন স্ত্রী

নোয়াখালী সদরে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) রাতে মাইজদী হাউজিং এস্টেটের ডা. মো. রেজাউল করিম বারী ডায়াগনস্টিক হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (৫ মার্চ) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার এরশাদ উল্যাহ কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব শিকদার পাড়া এলাকার অলি আহাম্মদ প্রকাশ আলী আহাম্মদের ছেলে। অন্যদিকে নাজমা আক্তার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত আহম্মদ উল্যাহর মেয়ে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়। স্বামী কক্সবাজার থেকে মাদক এনে স্ত্রীর মাধ্যমে নোয়াখালীতে বিক্রি করে আসছেন। এ দম্পতির বিরুদ্ধে কক্সবাজার ও নোয়াখালীতে আগের একাধিক মাদক মামলা রয়েছে।

জেলা চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ইয়াবাসহ গ্রেফতার আসামি স্বামী-স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম বলেন, এলাকার আইনশৃঙ্খলা ঠিক রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশের অতিরিক্ত টিম মাঠে কাজ করছে।

ইকবাল হোসেন মজনু/এমএন/এমএস