দেশজুড়ে

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কুষ্টিয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম কহর উদ্দিন সরদার। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মিরপুর রেলক্রসিং এর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত কহর উদ্দিন সরদার রাজশাহী জেলার চারঘাট থানার শ্রীখন্ডী এলাকার শহর উদ্দিনের ছেলে। পোড়াদহ জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনিল কুমার জানান, খুলনা থেকে রাজশাহীগামী ট্রেনটি মিরপুর রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের যাত্রী কহর উদ্দিন সরদার অসাবধানতাবশত চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।আল-মামুন সাগর/এফএ/এবিএস