দেশজুড়ে

ছাগলনাইয়া পৌর নির্বাচন : ১০০ ব্যালট পেপার বাতিল

ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে সরকারি শিশু পরিবার কেন্দ্রের ১৪৫টি ব্যালট পেপার বাতিল করেছে ভ্রাম্যমাণ আদালত। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আত্তার জানান, জালভোট দেয়ার অভিযোগে এ ব্যালট পেপার বাতিল করা হয়েছে।পৌরসভার ৯টি ওয়ার্ডে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ব্যাপক জাল ভোট দিতে দেখা গেছে। বিএনপি প্রার্থী আলমগীর বিএ অভিযোগ করে বলেন, বহিরাগত লোকজন দিয়ে আওয়ামী লীগ কর্মীরা ভোটকেন্দ্র দখল করে নিয়েছে।তবে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ মোস্তফা অভিযোগ অস্বীকার করে বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে।জহিরুল হক মিলু/এসএস/পিআর