নিখোঁজের একদিন পর ফেনীর ছাগলনাইয়ায় একরামুল হক মজুমদার (৫৫) নামে বিএনপির এক নেতার মরদহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌরসভার হিচাছড়া এলাকায় নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত একরামুল হক ওই এলাকার মৃত বেলায়েত হোসেন মজুমদারের ছেলে।ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানায়, বৃহস্পতিবার দুপুরে ঘর থেকে বের হয় ছাগলনাইয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি একরামুল হক মজুমদার। এ সময় স্বজনরা তার মোবাইল ফোন বন্ধ দেখে খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যায় থানায় একটি সাধারণ ডায়েরি করে। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক ফেনী সদর হাসপাতালে পাঠায়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া পৌরসভার মেয়র আলমগীর বিএ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত একরামুল হক মজুমদার মানসিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত। তবে এটি হত্যা না অন্যকিছু এ সম্পর্কে খোঁজ নিয়ে জানানো হবে।জহিরুল হক মিলু/এসএস/এমএস