বৈসাবি উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে নিউজিল্যান্ড মাঠে গিয়ে শেষ হয়।
নতুন বছরকে বরণ ও পুরোনো বছরকে বিদায় উপলক্ষে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক, অলংকার এবং বাদ্যযন্ত্র নিয়ে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর নানা বয়সী মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
এতে ফুটে উঠেছে পাহাড়ি জনগোষ্ঠীদের সংস্কৃতি ও ঐতিহ্য। শোভাযাত্রা শেষে নিউজিল্যান্ড মাঠে ত্রিপুরাদের গরিয়া নৃত্য পরিবেশন করা হয়।
শোভাযাত্রার আয়োজন করে সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটি।
এতে অংশ নেওয়া অন্বেষা তালুকদার বলেন, কয়েকদিন পরই আমাদের ফুল বিজু। তার আগে বিভিন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণে আগাম শোভাযাত্রা বের হয়েছে।
মারমা তরুণী উইলিপ্রু মারমা বলেন, শোভাযাত্রায় অংশ নিয়ে খুব ভালো লাগছে। বন্ধুরা মিলে অংশ নিয়েছি। ট্রাকে চড়ে গান করেছি।
নিজেদের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি চর্চার পাশাপাশি স্বকীয়তা রক্ষায় এমন উদ্যোগ প্রতিবছরই নেওয়া হবে বলে জানান সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটির সমন্বয়ক ভুলাস ত্রিপুরা।
তিনি বলেন, নিজেদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য এই আয়োজন। শোভাযাত্রায় চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর পাশাপাশি সাঁওতালরা অংশ নিয়েছেন।
সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটির উদ্যোগে খাগড়াছড়ি জেলা শহরের নিউজিল্যান্ড মাঠে বৈসাবি মেলা বসেছে। যা ১১ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানান ভুলাস ত্রিপুরা।
এমআরভি/জেডএইচ/এমএস