ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের ধানক্ষেত থেকে মোহাম্মদ আলী (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে নলবিলের মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
নিহতের চাচাতো ভাই জামাল জানান, বিকেলে মোহাম্মদ আলী মাঠে কাজ করতে যান। রাতে স্থানীয় কৃষকরা এক ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুনএক মাসের ব্যবধানে মোহাম্মদপুরে একই ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ফের গুলি ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি, তদন্ত কমিটি গঠনস্থানীয় কৃষক শাজাহান আলী বলেন, আমরা মাঠ থেকে ফেরার সময় দেখি মোহাম্মদ আলীর মরদেহ জমিতে পড়ে আছে। তার ঘাড় ও নাভির ওপর আঘাতের চিহ্ন ছিল। পরে আমরা পরিবারের লোকজনকে জানাই, এরপর তারা পুলিশে খবর দেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
শাহজাহান নবীন/কেএসআর