দেশজুড়ে

নওগাঁয় সাপের দংশনে শিশুর মৃত্যু

নওগাঁর সাপাহারে সাপের দংশনে রিমু আক্তার (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলা সদরের পালপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।রিমু আক্তার দিন মজুর আলতাফ হোসেনের মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।জানা যায়, ওই দিন রাতে বাড়ির সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে রিমু আক্তার ঘুম থেকে উঠে বাঁ পায়ের আঙ্গুলের যন্ত্রণায় ছটফট শুরু করে। রিমুর বাবা আলতাফ হােসন ঘুম থেকে উঠে ঘর থেকে একটি গোখরা সাপ বের হতে দেখেন। সাপের দংশনে সন্দেহ হওয়ায় রিমুকে প্রথমে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে বলেন। রিমুকে রাজশাহী নেয়ার পথে ভোরে মারা যায় বলে জানান স্থানীয়রা।আব্বাস আলী/এসএস/এমএস