নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মুশফিকুর রহমান বাবু (২২) নামে এক কারিগরি কলেজের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুশফিকুর রহমান বাবু রাজেন্দ্রপুর গ্রামের সামছুল হকের ছেলে এবং নেত্রকোনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাবু পুকুর থেকে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে নব-নির্মিত হাফ-বিল্ডিংয়ের দেয়ালে পানি দেয়ার সময় বিদ্যুতস্পৃষ্ট হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুস্তাফিজুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।কামাল উদ্দিন/এসএস/এবিএস