খেলাধুলা

রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থায় খালেদ মাসুদ পাইলট

জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ এ বিভাগের কমিটি গঠন করেছে।

পদাধিকার বলে বিভাগীয় কমিশনার এই কমিটির আহ্বায়ক। এক নম্বর সদস্য করা হয়েছে সাবেক উইকেটরক্ষক ও আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম নায়ক পাইলটকে।

১১ সদস্যের কমিটিতে রাখা হয়েছে সাবেক ক্রিকেটার, সাবেক ফুটবলার, ক্রীড়ামোদী, কোচ, ক্রীড়া সংবাদিক ও ছাত্র প্রতিনিধি। জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ধারা ২(৪) ও ৮-এ বর্ণিত চেয়ারম্যানের অনুমতিক্রমে এ কমিটি গঠন করা হয়েছে বলে জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে জানিয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গন সংস্কারের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে এক প্রজ্ঞাপনে ভেঙে দেওয়া হয়েছিল দেশের সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। এরই মধ্যে বেশ কয়েকটি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা গঠন করা হয়েছে।

আরআই/এমএমআর