দেশজুড়ে

সমালোচনার পর এনসিপির নালিতাবাড়ী কমিটি বাতিল

সমালোচনার পর এনসিপির নালিতাবাড়ী কমিটি বাতিল

আলোচনা-সমালোচনার মুখে দুদিনই পরই স্থগিত ঘোষণা করা হলো শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি।

Advertisement

শনিবার (২১ জুন) রাতে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) তান্না ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিতের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের নির্দেশমতে নালিতাবাড়ী উপজেলা শাখার বর্তমান কমিটির কার্যক্রম নীতি ও আদর্শের পরিপন্থি। বিভিন্ন কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে শেরপুর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী, ওই কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।

এতে আরও বলা হয়, অন্তর্বর্তী সময়ের জন্য উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জেলা শাখার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। সব জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের এ সিদ্ধান্ত মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।

Advertisement

এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সই করা ৩১ সদস্যবিশিষ্ট নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়। এতে জুবায়ের আহমেদকে প্রধান সমন্বয়ক এবং রাশেদুল হাসান লিখন, মমিনুল ইসলাম, মেরিনা আশা, জাহিদুল ইসলাম, আ র ম বাকি বিল্লাহ, আবীর দেবনাথ দিপু, মেহেদী ফয়সাল সোহাগ, মাসুদ রানা, মেহেদী হাসান রুবেল ও মো. রেজাউল কিবরিয়া খান পনিরকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। সদস্য হিসেবে রাখা হয় হাফিজুর রহমান সাদিক, সঞ্জয় রায়, ইঞ্জিনিয়ার আলমগীর কবির, সামিয়া সুলতানা শারমিনসহ কয়েকজনকে।

তবে ওই কমিটিতে পদ পাওয়া শিক্ষানবিশ আইনজীবী সামিয়া সুলতানা শারমিন তার এক ফেসবুক পোস্টে জানান, তিনি কোনো প্রকার রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। এই কমিটিতেও তিনি কোনোভাবেই যুক্ত ছিলেন না।

সামিয়া সুলতানা আরও উল্লেখ করেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানতাম না। তারা কোথা থেকে আমার নাম দিলো? আমার অনুমতি ছাড়া আমার নাম, মোবাইল নম্বর ব্যবহার করেছে। আমি একজন শিক্ষানবীশ আইনজীবী। আমাকে এই বিব্রতকর পরিস্থিতিতে যারা ফেলেছে আমি তাদের শাস্তি চাই।’

এদিকে কমিটিতে উপজেলার গুজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আহাম্মেদকে প্রধান সমন্বয়কারী, শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রকিবুল হাসান রকিকে সদস্য করাসহ আওয়ামী লীগের একাধিক কর্মী কমিটিতে স্থান পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওই সদস্যদের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেও নিন্দা জানান কেউ কেউ। এসব আলোচনা-সমালোচনার মুখে শনিবার রাতে এ কমিটির কার্যক্রম স্থগিত করে জেলা এনসিপি।

Advertisement

জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া বলেন, বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে এনসিপির নালিতাবাড়ী শাখা কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। এখন থেকে দলের নালিতাবাড়ী শাখার কার্যক্রম শেরপুর জেলা শাখার তত্ত্বাবধানে পরিচালিত হবে। পরবর্তী সময়ে ক্লিন ইমেজের তরুণদের নিয়ে উপজেলা কমিটি গঠন করা হবে।

উমর ফারুক সেলিম/এসআর/জিকেএস