আবারও মা হলেন ভারতীয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। ইলিয়ানা ও তার স্বামী মাইকেল ডোলান দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের কাছে এ আনন্দের খবর শেয়ার করেছেন ইলিয়ানা। আজ (২৮ জুন) ইনস্টাগ্রামে ইলিয়ানা তার দ্বিতীয় ছেলের নাম, মুখ প্রকাশ করেছেন।
ইলিয়ানা ডি’ক্রুজ, মাইকেল ডোলান দুই বছরের মধ্যে দুই সন্তানকে স্বাগত জানিয়েছেন পোস্টে। ইলিয়ানার পোস্ট থেকে জানা যাচ্ছে, তিনি তার ছোট ছেলের নাম রেখেছেন কিয়ানু রাফে ডোলান। এমনকি সদ্যোজাতর একটি সাদাকালো ছবিও শেয়ার করেছে অভিনেত্রী। যেখানে শিশুটিকে সাদা পোশাকে ঘুমিয়ে থাকতে দেখা যাচ্ছে।
পোস্টের সঙ্গে ইলিয়ানা লেখেন, ‘কিয়ানু রাফে ডোলানের সঙ্গে পরিচয় আলাপ করিয়ে দিলাম। যার জন্ম হয়েছে ২০২৫ সালের ১৯ জুন। নিজের পোস্ট স্বাম মাইকেলকে ট্যাগও করেছেন অভিনেত্রী। ছবিটি শেয়ার করে ইলিয়ানা পোস্টটির ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের হৃদয় পূর্ণ।’
ইলিয়ানার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, ‘অভিনন্দন সুন্দর।’ করণবীর শর্মা শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘অভিনন্দন মা!’ ইলিয়ানার এক অনুরাগী লেখেন, ‘সুন্দর! ফ্যামকে অভিনন্দন। ভালোবাসা রইল!’ আরও অনেক অনুরাগীই ইলিয়ানা ও তার পরিবারকে অভিনন্দন বার্তা জানিয়েছেন।
চলতি বছরের শুরুতেই ইলিয়ানা ইনস্টাগ্রাম স্টোরিজে নিজের মধ্যরাতের খাবার এবং ওষুধের একটি ছবি শেয়ার করেছিলেন। আর ক্যাপশন তিনি নিশ্চিত করছিলেন তিনি দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন।
View this post on InstagramA post shared by Ileana D'Cruz (@ileana_official)
ইলিয়ানা এবং মাইকেল ২০২৩ সালে চুপিসারে বিয়ে করেছিলেন। ইলিয়ানা ২০২৩ সালের এপ্রিল মাসে ইনস্টাগ্রামে তার প্রথম মা হওয়ার খবর ঘোষণা করেন। পরে অন্তঃসত্ত্বা হওয়ার ছবি পোস্ট করে লেখেন, ‘শিগগিরই আসছি। তোমার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না, আমার ছোট্ট সোনা।’
একই বছরের আগস্টে, ইলিয়ানা তার প্রথম পুত্র কোয়া ফিনিক্স ডোলানের জন্ম দিয়েছিলেন এবং লিখেছিলেন, ‘কোনো শব্দই এর ব্যাখ্যা করতে পারে না যে আমরা আমাদের আদরের ছেলেকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে কতটা খুশি। হৃদয় পরিপূর্ণ।’
ইলিয়ানা সবশেষ ২০২৪ সালে শিরশা গুহ ঠাকুরতা নির্মিত রোমান্টিক কমেডি সিনেমা ‘দো অউর দো পেয়ার’ সিনেমায় অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছিলেন বিদ্যা বালান, প্রতীক গান্ধী, সেন্ধিল রামমূর্তি প্রমুখ।
এমএমএফ/জেআইএম