বিনোদন

পার্থর সঙ্গে দেখা যাবে মেহজাবীনের বোনকে

অল্প সময়ের ক্যারিয়ারে ‘কারাগার’, ‘অদৃশ্য’, ‘প্রেমকাব্য’, ‘মেঘফুল’র মতো কাজ করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা পার্থ শেখ। তার সঙ্গে ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী অভিনয় করেছেন। ‘অনুতপ্ত’ নামের নতুন একটি নাটকে একসঙ্গে দেখা যাবে তাদের।

মালাইকার প্রথম দুটি নাটক ‘সন্ধিক্ষণ’ ও ‘ক্ষতিপূরণ’ পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার প্রযোজনায় ‘অনুতপ্ত’ রচনা ও নির্মাণ করেছেন কেএম সোহাগ রানা। নিজের নতুন নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি পরিবারের গল্প। এতে প্রাধান্য পেয়েছে ছেলের প্রতি বাবার দায়িত্ব। সেই সঙ্গে রয়েছে তরুণ-তরুণীর প্রেম। দর্শকরা এই গল্পের সঙ্গে সহজেই নিজেদের সম্পৃক্ত করতে পারবেন আশা করি।’

নাটকটিতে বাবার ভূমিকায় ইন্তেখাব দিনার ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার। এছাড়া আছেন শিবা শানু, তানজিম হাসান অনিক। গত কয়েকদিন ঢাকার বিভিন্ন স্থানে তারা শুটিং করেছেন। চিত্রগ্রহণে রাজু রাজ।

আরও পড়ুন:হিরো আলম এখন কেমন আছেন, জানালেন রিয়ামনিহিরো আলমকে ভালো রাখার প্রতিশ্রুতি রিয়ামনির

শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘অনুতপ্ত’। ২০১৭ সালে অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে মডেলিংয়ে নাম লেখান পার্থ শেখ। এরপর বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রের মডেলিং করেছেন। ওই বছরই প্রকাশিত ‘শূন্য’ ব্যান্ডের ‘জড়িয়ে দাও’ মিউজিক ভিডিওতে কাজ করে পরিচিতি পেয়েছেন তিনি।

এমআই/এমএমএফ/জেআইএম