মানিকগঞ্জের ঘিওর ও শিবালয়ে বজ্রপাতে দুই নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, ঘিওরের মুড়াবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী চায়না বেগম(২৫) ধানের খড় উঠানোর সময় বজ্রপাতে মারা যান। একই সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন শিবালয় উপজেলার তারাইল গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী। তবে তাৎক্ষণিক তার নাম জানা যায়নি। বৃষ্টির সময় বাড়ির বাইরে কাজ করার সময় এ ঘটনা ঘটে। বি.এম খোরশেদ/এফএ/এবিএস