ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে ক্যাম্পাসে এ আয়োজন করে সংগঠনটি।

আয়োজনে শিশুদের মাঝে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আনারস, ড্রাগন, কলা, পেঁপে, আঙুর, চেরি, আমড়াসহ প্রায় ২০ ধরনের ফল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বলেন, ‘আমরা সমাজের প্রতিনিধি ক্ষুদ্র পরিসরে কাজ করে যাচ্ছি। শুধু একটি দিন নয়, আমরা চাই সারাবছরই এদের নিয়ে ভাবুক সমাজ।’ 

সংগঠনটির সভাপতি মো. ইমদাদুল হক বলেন, ‘এই ছোট্ট উৎসবের মাধ্যমে আমরা চাই, শিশুদের মাঝে একটুখানি হাসি ফুটুক। এই আয়োজন তাদের অনুপ্রাণিত করুক সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে। সমাজের সবার উচিত এই শিশুদের পাশে দাঁড়ানো।’

এসময় সিআরসি ইবি শাখার সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি, সাবেক সভাপতি আব্দুল্লাহ পারভেজ ও সাবেক সাধারণ সম্পাদক উম্মে হাবিবা হ্যাপি প্রমুখ উপস্থিত ছিলেন।

‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সাল থেকে ইবিতে সিআরসি’র কার্যক্রম শুরু হয়। পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।

   

ইরফান উল্লাহ/এমএন/এমএস