নড়াইলে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে। ঘটনাটি জানার পর মঙ্গলবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিন্দা জানানো হয়।
এ ঘটনায় নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিশ্বজিত বিশ্বাস, সাধারণ সম্পাদক এসএম আলমগীর কবির, নিরাপদ সড়ক চাই (নিসচা) নড়াইল জেলা শাখার সভাপতি সৈয়দ খায়রুল আলমসহ বিভিন্ন পেশার মানুষ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। সোমবার দুপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহতদের ছবি তোলার জন্য একুশে টেলিভিশনের নড়াইল প্রতিনিধি ফরহাদ খান এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক সাজ্জাদ হোসেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে হাসপাতালের চিকিৎসক লিপিকা ও ওয়াসিউদ্দীন আহমেদ তাদের ছবি তুলতে বাধা দেন। এসময় তারা সাংবাদিকদের সঙ্গে আশালীন আচরণ করেন।
চিকিৎসক ও তার সহকারীর এমন আচরণে এক পর্যায়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন ওই দুই সাংবাদিককে। ঘটনাটি সহকর্মীদের (সাংবাদিক) জানানো হলে সবাই ক্ষোভে ফেটে পড়েন। এদিকে, দুই চিকিৎসক ও তাদের সহকারী কর্তৃক সাংবাদিকরা লাঞ্ছিত হওয়ার ভিডিও ফুটেজ দেখে বিস্ময় প্রকাশ করেছেন নড়াইল ও লোহাগড়ায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ।লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আজগর মোল্যাসহ প্রত্যক্ষদর্শীরা বলেন, কোনো কারণ ছাড়াই আকস্মিকভাবে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয়াসহ আক্রমণাত্মক কথা বলেছেন ওই দুই চিকিৎসকসহ তাদের এক সহকারী।এ বিষয়ে সিভিল সার্জন ডা. শফি মোহাম্মদ তারেক বলেন, দ্রুত এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।হাফিজুল নিলু/এফএ/এবিএস