রাজনীতি

নির্বাচনের দিন-তারিখ নেই, পিআর পিআর করে সমাবেশ করছে একটি দল

সোহরাওয়ার্দী উদ্যানকে নির্বাচনী এলাকা ঘোষণা করা হলে যারা একটা সিট পাবে, তারাই পিআর পিআর করে চিল্লাছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, আমরা এখনো ইভিএমে মানুষকে ভোট দিতে শেখাতে পারিনি। অথচ তারা আছেন এখন পিআর নিয়ে। নির্বাচনের দিন-তারিখ ঘোষণা হয়নি অথচ এখনই পিআর পিআর করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে একটি দল।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান ও রাজনীতিতে গুজব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস।

সালাহউদ্দিন আহমদ বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে যদি ঝুলন্ত পার্লামেন্ট হয় তাহলে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে। আমরা এখনো ইভিএমে মানুষকে ভোট দিতে শেখাতে পারিনি, আর আমরা আছি (তারা আছেন) এখন পিআর নিয়ে।

আরও পড়ুনযত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হচ্ছে, দ্রুত নির্বাচন দিন: ফখরুলবাইরে বলে সংস্কার মানি, মিটিংয়ে বসলে কিচ্ছু মানি না ভাব দেখায়

গণঅভ্যুত্থান টিকিয়ে রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, ৫ আগস্টের আগে সবাই এক ছিলাম, এখন সবাই আলাদা হয়ে গেলাম। জামায়াত-বিএনপি-এনসিপি বিভক্ত হয়ে গেছে।

বিএনপির এ নেতা আরও বলেন, কয়েকটি সিটের আশায় রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থ না ছাড়লে দেশের বড় পরিবর্তন সম্ভব নয়। আমরা যদি যে যার পলিটিক্যাল ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে রাজি না হই, তাহলে ২৪-এর শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। আর যাতে ফ্যাসিবাদের পুনরুত্থান না হয় সেদিকে সব রাজনৈতিক দলকে সোচ্চার হতে হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জাতীয় নির্বাচন যত সামনে আসবে, গুজব ও অপপ্রচার তত বেড়ে যাবে। আসন্ন নির্বাচনে এআই ও গুজব মোকাবিলা না করতে পারলে নির্বাচন আয়োজন কঠিন হবে।

গোলটেবিল আলোচনায় আরও অংশ নেন বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র পুষ্টিবিদ ও বিশেষজ্ঞ জিয়াউদ্দিন হায়দার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ও কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. বুলবুল আশরাফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. তানভীর হাবিব জুয়েল, রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও গবেষক ড. জালাল উদ্দীন শিকদার, এনসিপির যুগ্ম সম্পাদক তুহিন খান, বিআরএআইএন-এর প্রধান সমন্বয়কারী সাদিক মাহমুদ, শাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ নাদিয়া নিভিন, সমাজকর্মী ড. বনানী বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালমা বেগম, ইন্টারনিউজ কান্ট্রি করেসপন্ডেন্ট শামীম আরা শিউলি, বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, জাতীয় মুক্তি পরিষদের সম্পাদক ফায়েজুল হাকিম লালা প্রমুখ।

কেএইচ/কেএসআর/জেআইএম