দেশজুড়ে

জাতিসংঘের মানবাধিকার কমিশনের এজেন্ডা দেশবিরোধী: মামুনুল হক

জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে সরকারের চুক্তিকে ধর্মবিরোধী ও সমাজবিরোধী বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

তিনি বলেন, পশ্চিমাদের অপসংস্কৃতি, বিশেষ করে সমকামিতার মতো কর্মকাণ্ডকে যারা মানবাধিকার বলে প্রমোট করছেন, তাদের কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার এক গণসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে জেলা শহরের মিশন মোড়ে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। সেখানে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।

আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশ হাজার বছরের ধর্মীয় ঐতিহ্যের দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থান ও ভদ্রতা বজায় রেখে চলার সংস্কৃতি রয়েছে। এই ঐতিহ্যের সঙ্গে পশ্চিমা দেশগুলোর চরমপন্থি এজেন্ডা সাংঘর্ষিক। বিশেষ করে যারা বিশ্বব্যাপী সমকামিতার অধিকার প্রতিষ্ঠাকে মানবাধিকারের মূল বিষয় বানাতে চান, তারা আমাদের সমাজের জন্য হুমকি।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে যেকোনো চুক্তি করার আগে দেশের সব রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করা উচিত। ধর্মীয় বিশ্বাসে আঘাত হানতে পারে, এমন কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া চলবে না।

সরকারের নানা কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে মামুনুল হক বলেন, ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি, ২০১৩ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড, হেফাজতের নেতাকর্মীদের ওপর বর্বরতা এবং ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের গুম-খুনের বিচার এখনো হয়নি। এসব অপরাধে আওয়ামী ফ্যাসিবাদের বিচার জাতি দেখতে চায়।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ একটি রাজনৈতিক সংস্কার প্রত্যাশা করছে। সরকারকে সেই দায়িত্ব পালন করতেই হবে।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের লালমনিরহাট-৩ আসনের প্রার্থী মাওলানা ঈসমাইল হোসেন মামুনুল হককে সম্মাননা ক্রেস্ট দেন। অন্য নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। পরে মাইক্রোবাসযোগে সমাবেশস্থলের উদ্দেশে যাত্রা করেন মামুনুল হক।

এসআর/জেআইএম