রাজনীতি

নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সোমবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করে শফিকুর রহমান এ আহ্বান জানান।

তিনি লেখেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ, আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

তিনি আরও লেখেন, আল্লাহ তা’য়ালা নিহতদের ওপর রহম করুন, ক্ষমা করুন ও তাদের শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আহতদের আল্লাহ তায়ালা দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করে তার অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।

নিহতদের আপনজন, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ তা’য়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

এমআইএইচএস/জিকেএস