রাজনীতি

ছাত্র-জনতাকে সহায়তার অনুরোধ সারজিসের

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সকল ছাত্র-জনতাকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২১ জুলাই) দুপুরে চট্টগ্রামে এক সমাবেশে এ আহ্বান জানান তিনি। তার বক্তব্যের একটি ভিডিও এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।

সারজিস বলেন, সকল ছাত্র-জনতাকে অনুরোধ করবো মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আমাদের অসংখ্য ভাই-বোনকে হয়তো আমরা হারাতে যাচ্ছি। এখানে যারাই আছেন যেভাবে হোক, রক্ত দিয়ে হোক যে কোনোভাবেই হোক সহায়তা করবেন।

তিনি বলেন, হাসপাতালগুলোর প্রতি আমাদের অনুরোধ থাকবে অ্যাডমিশন বা অন্যান্য ফর্মালিটিজ একপেশে রেখে দয়া করে আমাদের ভাইবোনদের প্রাথমিক যে চিকিৎসা দরকার সেগুলো নিশ্চিত করবেন। সকল হিসাব পরে হবে, সবার আগে জীবন বাঁচাতে হবে।

এনএস/বিএ/এমএস