জাতীয়

ঢাকায় বিমান দুর্ঘটনায় ব্রিটিশ হাইকমিশনারের শোক

ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার খবরে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় তিনি লিখেছেন, ‘ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার খবরে আমরা উদ্বিগ্ন এবং মর্মাহত।’

‘যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা রইলো এবং যারা উদ্ধার ও জরুরি সেবার কাজে নিয়োজিত আছেন, তাদের প্রতিও আমাদের চিন্তা ও সহমর্মিতা রইলো,’ বলেন ব্রিটিশ হাইকমিশনার।

তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করেন এবং উদ্ধার কার্যক্রমে নিয়োজিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

জেপিআই/বিএ/এমএস