রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে আহতদের জন্য চিকিৎসা সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা এ হৃদয়বিদারক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা বরাদ্দ করেছি, ইনশাআল্লাহ।’
তিনি দেশের সব চিকিৎসককে এ মানবিক সংকটে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বার্তায় আরও বলা হয়, ‘আল্লাহ তায়ালা আমাদের মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।’
এএএম/এমএএইচ/এমএস