অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে রয়েছেন সাংবাদিকেরাও। ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের সংগঠন সতর্ক করে বলেছে, অবিলম্বে হস্তক্ষেপ করা না হলে গাজায় থাকা শেষ সাংবাদিকরাও অনাহারে মারা যেতে পারেন।
সংগঠনটি ফরাসি ভাষায় প্রকাশিত একটি চিঠিতে জানিয়েছে, গাজায় সংস্থাটি ফ্রিল্যান্স সাংবাদিকদের সঙ্গে কাজ করছে এবং তারা তাদের মরতে দিতে চায় না।
চিঠিতে বলা হয়, ফ্রিল্যান্স সাংবাদিকরা চরম দারিদ্র্য ও অনিরাপদ পরিবেশে বেঁচে থাকছেন এবং খাদ্য, পানি ও স্যানিটেশনের চরম সংকটের মধ্যেও প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রিপোর্ট করছেন।
চিঠি প্রকাশের পরপরই এএফপির ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানায়, কয়েক মাস ধরে তারা ‘নিরুপায় হয়ে দেখেছে’ কীভাবে তাদের ফ্রিল্যান্স কর্মীদের অবস্থা ধীরে ধীরে ভয়াবহ রূপ নিয়েছে।
আরও পড়ুন>>
সাংবাদিকদের জন্য খুব বিপজ্জনক দেশ ফিলিস্তিন, পাকিস্তান ও বাংলাদেশ এ বছর বিশ্বে ৫৪ সাংবাদিক নিহত, অধিকাংশই ইসরায়েলের হাতে গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরা-এএফপির সাংবাদিক নিহতবিবৃতিতে বলা হয়, তাদের পরিস্থিতি এখন আর সহনীয় নয়, যদিও তারা সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
এএফপি জানায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে সংস্থাটি তাদের নিজস্ব আটজন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের গাজা থেকে সরিয়ে নিতে পেরেছে। এখন তারা ফ্রিল্যান্স সাংবাদিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, যদিও ‘কঠোর অবরোধের কারণে তা অত্যন্ত কঠিন’।
বিবৃতিতে এএফপি ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, যেন ফ্রিল্যান্স সাংবাদিকদের গাজা ছাড়ার অনুমতি দেওয়া হয়।
সূত্র: বিবিসিকেএএ/