রাজধানীর মিরপুর সাড়ে ১১ এলাকায় কসমস স্কুল ভবনের একটি জেনারেটরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (২৩ জুলাই) দুপুর ১টা ১২ মিনিটের দিকে মিরপুর সাড়ে ১১ এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
পদত্যাগের ইচ্ছা নেই, সরকার বললে চলে যাবো: শিক্ষা উপদেষ্টাতবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
স্বপ্ন সুপার শপের এই শাখাটি কসমস স্কুল ভবনের নিচতলায় অবস্থিত। এ ঘটনায় স্বপ্ন সুপার শপ কর্তৃপক্ষ জানিয়েছে, নিচতলায় কসমস স্কুল ও স্বপ্নর দুটি জেনারেটর ছিল। কিন্তু আগুন লেগেছে কসমস স্কুলের জেনারেটরের সুইচ ভোল্ট থেকে।
টিটি/ইএ/এএসএম