বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্র করে ঢাকার যাত্রাবাড়ী এলাকার কিশোর আব্দুল কাইয়ূম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আদালতে তোলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে উপস্থিত করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এদিন আদালতে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে দেখে বিএনপিপন্থি আইনজীবী ও জনতা দুয়োধ্বনি দিয়ে স্লোগান দিতে থাকেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুনসাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক আটকতত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে গুম-খুনের সুযোগ করে দেন খায়রুলএর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেফতার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় কাজলা পুলিশ বক্সের সামনে গুলিবিদ্ধ হন কিশোর আব্দুল কাইয়ূম আহাদ। পরে যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান তার দুই পায়ে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে সে মারা যায়।
এ ঘটনায় নিহতের বাবা আলা উদ্দিন ৪৬৭ জনকে এজাহারনামীয় আসামি ও অজ্ঞাতনামা ১ থেকে ২ হাজার জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।
এমআইএন/এমআইএইচএস/জেআইএম