জাতীয়

ভিড় কমেছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে, প্রবেশে কড়াকড়ি

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মধ্যে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ৪২ জন। গত সোমবার ভয়াবহ এ দুর্ঘটনার পর হাসপাতালটিতে অগ্নিদগ্ধ রোগীর চাপ বাড়ে। বাড়ে রোগীর স্বজন, উৎসুক জনতা ও গণমাধ্যমকর্মীদের ভিড়।

তবে শুক্রবার (২৫ জুলাই) সকালের চিত্র অনেকটাই ভিন্ন। গত তিন-চার দিনের মতো আজ আর ততটা ভিড় নেই সেখানে। নেই কোলাহলও। বরং হাসপাতালের পরিবেশ আজ অনেকটাই শান্ত ও নীরব।

সকাল ৮টায় সরেজমিনে দেখা যায়, হাসপাতালটির জরুরি বিভাগের প্রবেশমুখে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। রোগী এবং তাদের স্বজন, চিকিৎসকসহ চিকিৎসা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যতীত অন্য কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এছাড়া হাসপাতালের অন্য প্রবেশমুখে পুলিশ এবং সামনের সড়কে সেনাবাহিনীর গাড়ি দেখা গেছে। তাছাড়া বিবানবাহিনীর সদস্যদেরও সকালে হাসপাতালটিতে আসতে দেখা যায়।

সোমবার বিকেল থেকে পরের দু-তিনদিন জাতীয় বার্ন ইনস্টিটিউটে যে পরিমাণ মানুষের জটলা ছিল আজ তা নেই। উৎসুক জনতাও তেমন চোখে পড়েনি। দু-চারজন গণমাধ্যমকর্মীর উপস্থিতি ছাড়া পুরো এলাকাটিই প্রায় ফাঁকা।

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের সর্বশেষ তথ্য অনুযায়ী, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩১ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫১ জন।

গত সোমবার বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসা দিতে এরই মধ্যে সিঙ্গাপুর, ভারত ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছেন।

এনএস/এমকেআর/এমএস