সাহিত্য

মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে কবিতা

মাইলস্টোন এখন মিথস্ক্রিয়াসুমন কুমার দত্ত

ঘৃণার জমিতে অহোরাত্রি অভিশাপনিশ্চুপ স্রোতে রক্তকণায় প্রবল ঝাঁকুনি; জীর্ণবেদনে বিধ্বস্ত মন কালের কাছে প্রশ্ন রাখে অবিরত,বিভীষিকাময় এই উপত্যকার আততায়ী মেঘ পরিশ্রান্ত বৃষ্টি হবে কবে?মাইলস্টোন এখন মিথস্ক্রিয়া, নির্লজ্জের অভয়ারণ্যে বায়োস্কোপ উদ্যান।অথচ প্রজন্মের পোড়া গন্ধে স্মৃতির শহরে বিষণ্ন হাহাকারে সন্ধ্যা নামে আজ।

****

স্বপ্নগুলো পুড়ে ছাইবিপুল চন্দ্র রায়

স্বপ্নগুলো পুড়ে ছাই হয়েছে আজ,স্মৃতিরা কেবলই বিষাদের সুর।আকাশে ধোঁয়া, মাটিতে ছড়ানো ছাই,পোড়া লাশের গন্ধে বাতাস ভারী।এ কোন দিব্য শক্তির বাণেজীবন এখানে থেমে গেছে আজ?স্তব্ধ শহর, নীরব কান্নার রোল,প্রতিটি গলিতে জমাট বাঁধা দুঃখ ক্ষোভ।কোথায় শান্তি? কোথায় স্বস্তির শ্বাস?এ কোন বিভীষিকা, এ কোন অভিশাপ?হে বিধাতা বলো, কোন কারণেস্বপ্নগুলো পুড়ে ছাই হয়েছে আজ?

****

চারটি কাপলেট

১দগ্ধ শিশু দৌড়ে দ্বারে ছবি তোলে মানুষমার বুক খালি করে উড়ে গেল ফানুস।

২ফুলের মতন মৃত শিশু ডাকে চারিপাশে-কোন সাহসে সন্তান মোর দিবো বিদ্যাপীঠে?

৩বুকের ধন দিলাম স্কুলে মানুষ হয়ে ফিরতেস্বদেশ হলো নিস্তব্ধ, যত মিথ্যা অজুহাতে।

৪ফুলেল শ্রদ্ধা জানাতে এসেছো? ভস্মস্তূপ হতে বলল,শুধু তোমার অবহেলায় ফুলগুলো ভস্মীভূত হলো।

এসইউ/এএসএম