সাবেক এমপি মমতাজ অলির সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্বামী লিবালের ডেমোক্রোটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ।
অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহ উদ্দীন রাজ্জাক আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ জুলাই অলি আহমদ স্বপরিবারে চট্টগ্রাম এবং রাঙামাটি সফরে যান। এরপর ২০ জুলাই আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে মমতাজ অলি একটি স্পিডবোটে ওঠার পর হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহন হন। চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে ওই রাতেই থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ জুলাই দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দীর্ঘ ৫ ঘণ্টা অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অলি আহমদ তার স্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং বিপদের মুহূর্তে যারা খোঁজ-খবর নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
কেএইচ/এএমএ/এমএস