আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গ্রাউন্ড লেভেলের পরিস্থিতি জানতে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে সিচুয়েশন রিপোর্ট পাঠানোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে নির্বাচনে সমস্যা তৈরি হতে পারে এমন হটস্পটগুলো চিহ্নিত করতে বলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।জায়গাগুলোতে বাড়তি নিরাপত্তার জন্যে কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেই ব্যাপারে সুপারিশ দেয়ার জন্যও প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, বিভিন্ন জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর পারস্পারিক সহযোগিতার মাধ্যমে একটা সিচুয়েশন রিপোর্ট যেন কেন্দ্রীয়ভাবে পাঠানো হয়। যেন সরকারের ঊর্ধ্বতন লেভেলের যারা আছেন তারা বুঝতে পারেন গ্রাউন্ড লেভেলের সিচুয়েশন আসলে কী এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারেন সেজন্য একটা সিচুয়েশন রিপোর্ট পাঠানোর জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে নির্দেশনা দিয়েছেন।
এমএইচএ/এএমএ/এমএস