জাতীয়

এখনো দগ্ধ ৩ জন আইসিইউতে

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো দগ্ধ তিনজন আইসিইউতে বলে জানিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, এ ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে ৩৩ জন রোগী ভর্তি। তাদের মধ্যে আইসিইউতে তিনজন। ১১ জন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ও ১৯ জন কেবিনে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, সোমবার থেকে এখন পর্যন্ত রোগীদের শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। কাউকে ছাড়পত্রও দেওয়া হয়নি। তবে চলতি সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে কিছু রোগীকে ছাড়পত্র দেওয়া হবে।

আরও পড়ুন বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেলেন আরও দুই জন

ডা. নাসির উদ্দিন বলেন, দগ্ধ সব রোগীকে ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার সঙ্গে মানসিক চিকিৎসার গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। এ বিষয়ে নিয়মিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। যাদের ছাড়পত্র দেওয়া হচ্ছে পরে ফলোআপ চিকিৎসার জন্য তারা আসবে। তাদের পরে অপারেশনও লাগতে পারে।

কাজী আল আমিন/এমআইএইচএস/এএসএম