দেশজুড়ে

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে এ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট সম্পন্ন ৩য় ইউনিট থেকে ১৫০-১৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো আবু বক্কর সিদ্দিক বলেন, সন্ধ্যার পর থেকে ৩য় ইউনিট উৎপাদনে ফিরেছে। সার্ভেয়ার ত্রুটির কারণে ২১ এ ইউনিটটি বন্ধ হয়ে যায়।

এমদাদুল হক মিলন/এএইচ/এএসএম