দেশজুড়ে

মানিকগঞ্জে জামায়াতের দুই আমীরসহ আটক ৭

পুলিশের বিশেষ অভিযানে মানিকগঞ্জে জামায়াত ইসলামের দুই উপজেলা আমীরসহ ৭ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন, শিবালয় উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক, হরিরামপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলীম, ঘিওর উপজেলা জামায়াতের সক্রিয় কর্মী ফারুক হোসেন, সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সদর উপজেলা শাখা ছাত্র শিবির সদস্য তারভীর আহম্মেদ তানভীর, সিংগাইর উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম এবং আমিনুল ইসলাম।মানিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) আব্দুল বতেন জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।খোরশেদ/এফএ/এমএস