দেশজুড়ে

প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আহত পান ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম (৩৩) মারা গেছেন। রোববার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত জাহাঙ্গীর আলম উপজেলার চড়িতাবাড়ি গ্রামের আব্দুর রহিমের ছেলে ও শারীরিক প্রতিবন্ধী।এলাকাবাসী জানান, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে উপজেলার বিবিসির বাজারে পান-সুপারির ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত শুক্রবার কঞ্চিবাড়ী গ্রামের তছলিম উদ্দিনের ছেলে মাইদুল ইসলামের কাছে পাওনা টাকা চাইতে যান জাহাঙ্গীর। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাইদুলের লোকজন জাহাঙ্গীরকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করে।পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় জাহাঙ্গীরকে প্রথমে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে মারা যান তিনি।সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।অমিত দাশ/এসএস/এমএস