হাজতে আসামির সঙ্গে দেখা করতে গিয়ে মাদক দেয়ার অভিযোগে এক আইনজীবীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, ফেনী কোর্ট হাজতে দুপুরে ফখরুল ইসলাম নামে এক শিক্ষানবিশ আইনজীবী ও যুবক ওমর ফারুক আসামির সঙ্গে দেখা করতে যান। এসময় তারা ফেনী কোর্ট হাজতে থাকা এক আসামিকে সিগারেটের প্যাকেট দেন। এতে পুলিশের সন্দেহ হলে তারা প্যাকেটটি নিয়ে নেয়। এরপর পুলিশ ওই প্যাকেটটি খুলে দেখতে পান ভিতরে ১০ পিস ইয়াবা, ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং গাঁজা রয়েছে। তখন পুলিশ তাদের দুইজনকে আটক করে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যান। এরপর সেখানে আটকরা দোষ স্বীকার না করলে তাদের থানায় নিয়ে মাদক আইনে মামলা দেন।ফেনী কোর্ট পরিদর্শক মো. আরিফ ইকবাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোর্ট হাজতে আসামির সঙ্গে দেখা করতে গিয়ে মাদক দেয়ার সময় শিক্ষানবিশ এক আইনজীবীসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।জহিরুল হক মিলু/এআরএ/পিআর