কষ্টের নদী বেদনার পাহাড়
কেন বা হলো জুলাই-আগস্ট কেন বা বুলেট বোমাকষ্টের নদী বেদনার পাহাড়হয়েছিল খুব জমা।
বেদনার ভার একটু কমেছেওই ঘটনার পরএখন আবার বিভেদের বাণেগায়ে উঠে গেলো জ্বর।
এতটা রক্ত এতটা সময়এত প্রাণ হলো ক্ষয় দলকানা আর ভণ্ড সাধুরাগাহে স্বার্থের জয়।
জাতীয় পতাকা জাতীয় সংগীতসহে না ‘বাংলাদেশ’বক্ষ চিড়িয়া দেখেছি তোমারশুধুই হিংসা-দ্বেষ।
****
ভুলিনি একচুল
কারো যত্নে ফোটে না কচুরি ফুলআমাকে পাগল করে তবু তার রং আমার শৈশব তাই ভুলিনি একচুল।
ফিরছিলাম ব্যস্ত জীবনে মেঠোপথ ধরে রিকশার ঝাঁকুনিতেপথের ধারে ফুটে ছিল ওরা থরে বিথরে।
মনে হলো ছুটে যাইখানিকটা বসে যাইস্পর্শটা নিয়ে যাই নরম কোমল।
দুদিনের জীবনে কেন এত রং দিলেকেন মোহ মায়াজীবন ফুরিয়ে গেলে থাকবে কি তার কোনো ছায়া।
****
জন্মস্বাধীন বাঙালি
জন্মস্বাধীন বাঙালিকারে তুই চোখ রাঙালিসীমান্তে ঝোলে ফেলানিদেশটা মগের মেলা-নি?
দেশের প্রতিটি কণাতুলবেই বিষের ফণাবুক চেতিয়ে দাঁড়াজুলাই যোদ্ধা যারা।
এসইউ/এমএস