অর্থনীতি

ভারতে ইলিশ পাঠানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে শর্তসাপেক্ষে এক হাজার ২০০ টন ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার বা এক হাজার ৫২৫ টাকা।

দেশের বাজারে ইলিশ যখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে, সাধারণ মানুষ যখন চড়া দামের কারণে পাতে ইলিশ তুলতে পারেন না, তখন ভারতে তুলনামূলক কম দামে ইলিশ পাঠানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা ও সমালোচনা। অনেকে বলছেন, দেশের বাজারে ইলিশের যে দাম তার চেয়ে কম দামে ভারতে ইলিশ পাঠাচ্ছে সরকার। যা মোটেই কাম্য নয়।

যদিও মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের দাবি, এবার তুলনামূলক বেশি দামে ইলিশ পাঠানো হচ্ছে ভারতে।

দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে তিনি বলেন, আমরা বারবারই বলেছি, দেশের চাহিদা সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেশী হিসেবে ভারতের অনুরোধে কিছু ইলিশ পাঠাতে হচ্ছে। তবে এবার চাহিদার তুলনায় অনেক কম এবং বেশি দামে ইলিশ পাঠানো হচ্ছে।

রনি ইমরান (Rony Emran) নামে একজন ইলিশের বাজারের ভিডিও পোস্ট করে ক্যাপশন দিয়েছেন ‘২৫০০ টাকার ইলিশ ১৫০০, থাকবে না দেশে আর একটাও ইলিশ মাছ থাকবে না।’

আওয়ার ওয়ার্ল্ড (OuR WORLD) নামে একটি পেজে ইলিশের ভিডিও পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘ভারতে ইলিশ যাচ্ছে অর্ধেক দামে, আর এদেশে ইলিশ কেনা পরিণত হয়েছে এক দুঃস্বপ্নে।’

ওই পোস্টের নিচে মন্তব্যকারীদের একজন (MD Sujat Sheikh) লিখেছেন- ‘দেশের চিন্তা না করে জনগণের চিন্তা না করে এভাবে এত কম দামে দেশ থেকে ১২০০ টন ইলিশ মাছ কিভাবে ভারতকে দিচ্ছে উপহার, এটি মেনে নেওয়া যায় না।’

সেখানে শাহীন আলী (MD Shahin Ali) মন্তব্য করেছেন, ‘উন্নত সরকার উন্নত মাছ ব্যবসা’। সীমান্ত রেখা (Simanta Rekha) নামে একজনের মন্তব্য, ‘এরাও কি ইন্ডিয়ার দালাল?’

ফখরুল ইসলাম হিমেল (Fakhrul Islam Hemel) নামে একজন নিজের ফেসবুক পেজে গণমাধ্যমের তৈরি ইলিশের একটি ফটোকার্ড পোস্ট করে ক্যাপশনে লিখেছেন- ‘ইউনুস সার (ইউনূস স্যার) ভুরতে (ভারতে) মাছ পাঠান কেন? মাগনা দিচ্ছেন না জানি, কিন্তু ১৫০০ টাকা কেজিতে দেশে ইলিশ বেচে?’

ওই পোস্টের মন্তব্যের ঘরে হাবিবুর রহমান হাবিব (Habibur Rahman Habib) নামে একজন লিখেছেন- ‘দুইদিন ইলিশের দাম জানতে চাইছিলাম। ২৮০০, ২৪০০ টাকা কেজি শুনে কিনতে পারি নাই। ১৫০০ টাকা কেজি হইলে ৫-৭ কেজি একসাথেই নিয়া নিতাম।’

এসএনআর/এমএস