দেশজুড়ে

বাসচাপায় হাবিপ্রবি ছাত্রের মৃত্যু

দিনাজপুরে বাসচাপায় হাজী মুহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী মীর মনিরুজ্জামান (২১) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত মনিরুজ্জামান কৃষি অনুষদের লেবেল-১ এর দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তার বাড়ি চিরিরবন্দর উপজেলায়।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থী পরিবহনের একটি বাস ছেড়ে যাচ্ছিল। এ সময় তড়িঘড়ি করে বাসে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে যান। বাসটি চলন্ত অবস্থায় থাকায় মনিরুজ্জামান চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা কর্মকর্তা মোমিনুল ইসলাম বাসের চাকায় পিষ্ট হয়ে ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এমদাদুল হক মিলন/এসএস/পিআর