নড়াইলের লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় শহরের আলাদাতপুর হামিদ ম্যানসনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইরান শেখ। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে গত ২ জুন আওয়ামী লীর সমর্থিত প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় একজন নিহতসহ কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। গুলিবিদ্ধ হয়ে পা কেটে ফেলা ফরহাদ সিকদার লোহাগড়া থানায় মামলা করতে গেলে ওসি গড়িমসি করেন। এক পর্যায়ে ২ লাখ টাকা ঘুষ দাবি করলে ৫০ হাজার টাকা দিলেও মামলা এন্টি করেনি বলে অভিযোগ করেন। এ সময় আরো গুলিবিদ্ধ ইমান সিকদার, শাহাজাহান আলী, মামুন ফকিরসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।হাফিজুল নিলু/এসএস/এমএস