দেশজুড়ে

লোহাগড়ায় গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেফতার

নড়াইলের লোহাগড়ায় পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার সকাল ১০টায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে লোহাগড়া থানার এসআই নয়ন পাটোয়ারী পাঁচুড়িয়া বাজারে অভিযান চালায়। এ সময় উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত চান মিয়া শেখের ছেলে ইউসুফ শেখকে (৩২) এক কেজি গাঁজাসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার মূল্য ১৮ হাজার টাকা। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব সাহা বলেন, ‘মাদক পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে’।হাফিজুল নিলু/এসএস/আরআইপি