ময়মনসিংহ নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে অব্যবস্থাপনার চিত্র চোখে পড়ার মতো। ইন্টারনেট সার্ভিস ও ডিশ ক্যাবল অপারেটরদের তারগুলো এলোমেলোভাবে খুঁটিতে পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। অনেক তার বৈদ্যুতের তারের সঙ্গেও পেঁচিয়ে রাখা হয়েছে। এতে যেমন নষ্ট হচ্ছে নগরীর সৌন্দর্য, তেমনি বাড়ছে প্রাণহানির ঝুঁকিও।
বিশেষ করে নগরীর সি কে ঘোষ রোড, গাঙ্গিনারপাড়, স্টেশন রোড, রামবাবু রোড, আমলাপাড়াসহ বিভিন্ন এলাকায় এই তারের জঞ্জাল তৈরি হয়েছে। অনেক খুঁটিতে এমন অবস্থা যে, কোনগুলো বৈদ্যুতিক তার, আর কোনগুলো ইন্টারনেট সার্ভিস ও ডিশ ক্যাবল অপারেটরদের তার, তা বুঝার উপায় নেই। সড়কের ওপর দিয়ে মাকড়সার জালের মতো অনেক তার রাখা হয়েছে। কিছু তার আবার নিচে ঝুলে মানুষের হাঁটার পথে বাধা সৃষ্টি করছে।
আরও পড়ুন:কাজে লাগে না ‘হাত ধোয়া’বেসিন, কলে আসে না পানিগাইবান্ধায় ‘তথ্য গোপনে’ ছড়াচ্ছে অ্যানথ্রাক্সআনারসের বাম্পার ফলন, মাত্রাতিরিক্ত কেমিক্যাল প্রয়োগ
স্থানীয় বাসিন্দারা জানান, ঝুলে থাকা তারের জঞ্জালে প্রায়ই আটকে যাচ্ছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান। অনেক সময় ট্রাক ও কাভার্ডভ্যানের ধাক্কায় সড়কের ওপর ছিঁড়ে পড়ছে তারের জটলা। মৃদু বৃষ্টি বা ঝোড়ো হাওয়াতেই তার ছিঁড়ে পড়ে থাকে, তখন পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারের এই জঞ্জালের কারণে অনেক জায়গায় বৈদ্যুতিক খুঁটি ও বৈদ্যুতিক ট্রান্সফরমার দেখাও যায় না। তারের জঞ্জালের কারণে মাঝেমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
‘খুঁটিতে অগণিত তার ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। কোনটা বিদ্যুতের, কোনটা ইন্টারনেটের, বুঝতে পারি না। একটু বাতাস হলেই তারগুলো দুলতে থাকে। ভয় লাগে কখন কী হয়। একটু অসাবধান হলেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।’
নগরীর সি কে ঘোষ রোড এলাকার ব্যবসায়ী অরুন পাল বলেন, খুঁটিতে অগণিত তার ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। কোনটা বিদ্যুতের, কোনটা ইন্টারনেটের, বুঝতে পারি না। একটু বাতাস হলেই তারগুলো দুলতে থাকে। ভয় লাগে কখন কী হয়। একটু অসাবধান হলেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
করিম আহমেদ নামের আরেকজন বলেন, বৈদ্যুতিক খুঁটিতে এলোমেলোভাবে ঝুলিয়ে রাখা এসব তার থেকে প্রায়ই ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। অবিলম্বে এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। নইলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যা ঠেকানো কঠিন হয়ে পড়বে।
মাল্টি ক্যাবল অপারেটরের স্থানীয় পরিচালক হারুন অর রশিদ বলেন, আমাদের তারের কারণে ঝটলা তৈরি হচ্ছে না। কারণ ক্যাবল অপারেটরদের মাত্র একটি তার। বাকি সব তার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের।
‘মাটির নিচ দিয়ে সংযোগ নেওয়ার মতো আর্থিক সামর্থ্য আমাদের নেই। তবে বৈদ্যুতিক খুঁটি থেকে অপ্রয়োজনীয় সব তার সরিয়ে নেওয়া হবে।’
মাটির নিচ দিয়ে সংযোগ গেলে সবচেয়ে নিরাপদ হত উল্লেখ করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ময়মনসিংহের পরিচালক কাজী সাজ্জাদ হোসেন বলেন, মাটির নিচ দিয়ে সংযোগ নেওয়ার মতো আর্থিক সামর্থ্য আমাদের নেই। তবে বৈদ্যুতিক খুঁটি থেকে অপ্রয়োজনীয় সব তার সরিয়ে নেওয়া হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহের উপ-সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, অপরিকল্পিতভাবে বৈদ্যুতিক খুঁটিসহ বৈদ্যুতিক তারের সঙ্গে অন্যান্য তার ঝুলিয়ে রাখা ঠিক না। কারণ এ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ বলেন, আমরা চাই, নগরবাসী নিরাপদে থাকুক। সেজন্য এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এমএন/জেআইএম