বিনোদন

বক্স অফিসে দুই সিনেমার লড়াই, দ্বিতীয় দিনের আয়ে এগিয়ে ‘থাম্মা’

দীপাবলির উৎসবে বলিউডে জমজমাট লড়াই। একসঙ্গে মুক্তি পেয়েছে দুটি বড় সিনেমা—আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত ‘থাম্মা’, আর হর্ষবর্ধন রানে ও সোনম বাজওয়ার ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’। মুক্তির পর থেকেই সিনেমা দুটি ঘিরে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। তবে দ্বিতীয় দিনের বক্স অফিস রিপোর্টে দেখা গেছে, আয় নিয়ে কিছুটা ভাটা পড়েছে দুই সিনেমাতেই।

‘থাম্মা’ হরর-কমেডি ইউনিভার্সের পঞ্চম সিনেমা। এর আগে ‘স্ত্রী’, ‘ভেডিয়া’, ‘মুঞ্জিয়া’ এবং ‘স্ত্রী ২’র মতো সিনেমাগুলো দর্শকের মন জয় করেছে। তাই এই ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় ‘থাম্মা’ নিয়েও ছিল প্রবল প্রত্যাশা। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলে—আয় করে প্রায় ২৪ কোটি রুপি। তবে দ্বিতীয় দিনে সেই গতি কিছুটা কমে গিয়ে আয় দাঁড়ায় ১৮ দশমিক ১০ কোটি রুপি।

‘স্যাকনিল্ক’র তথ্য অনুযায়ী, দুই দিনে ‘থাম্মা’র মোট আয় ৪২ কোটি রুপি ছুঁয়েছে। যদিও আয় কমে গেছে প্রায় ২৪ দশমিক ৫৮ শতাংশ, বিশেষজ্ঞদের ধারণা, সপ্তাহ শেষে—বিশেষত শনিবার ও রোববার—সিনেমাটির আয় আবারও বাড়বে।

অন্যদিকে হর্ষবর্ধন রানের নতুন সিনেমা ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ নিয়েও ছিল যথেষ্ট আলোচনা। মুক্তির আগে থেকেই ছবির গান ও টিজার দর্শকের মন কেড়েছিল। প্রথম দিন সিনেমাটি আয় করে প্রায় ৮ দশমিক ৫০ কোটি রুপি। তবে দ্বিতীয় দিন সেই আয় নেমে আসে ৭ কোটি ৫০ লাখ রুপিতে, যা আগের দিনের তুলনায় প্রায় ১৬ দশমিক ৬৭ শতাংশ কম। দুই দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৬ কোটি ৫০ লাখ রুপি।

আরও পড়ুনপ্রথম দিনেই ২৩ কোটি রুপি আয় করলো আয়ুষ্মান-রাশমিকার ‘থাম্মা’ ৩৫ বছরেই থেমে গেল জনপ্রিয় গায়ক ও অভিনেতার জীবন 

বিশেষজ্ঞরা মনে করছেন, দীপাবলির ছুটির আবহে দর্শকদের আগ্রহ ‘থাম্মা’র দিকে একটু বেশি হলেও, আগামী দিনগুলোতে ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ও নিজেদের জায়গা তৈরি করতে পারে।

এমএমএফ/জিকেএস