৩৫ বছরেই থেমে গেল জনপ্রিয় গায়ক ও অভিনেতার জীবন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২২ অক্টোবর ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা ঋষভ ট্যান্ডন হৃদরোগে আক্রান্ত হয়ে ২২ অক্টোবর দিল্লিতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। ভাইরাল ভবানি নামের একটি ইনস্টাগ্রাম পেজ এই খবরটি নিশ্চিত করেছে।

ঋষভ সম্প্রতি তার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন। সেখানে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রাণ হারান। তার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছে, ঋষভ অত্যন্ত মৃদুভাষী ও দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন।

এ গায়ক ও অভিনেতার মৃত্যুতে ভারতীয় বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার ঘনিষ্ঠ বন্ধুদের বক্তব্য, ঋষভ নতুন কিছু প্রকল্পে কাজ করছিলেন। কয়েকটি অসমাপ্ত গানের ট্র্যাক সম্পূর্ণ করার প্রস্তুতি নিচ্ছিলেন। তার কাছে সংগীত কেবল পেশা ছিল না বরং একটি আধ্যাত্মিক সাধনা হিসেবে গানকে বেছে নিয়েছিলেন তিনি।

ঋষভ তার গায়কজীবনের শুরু করেছিলেন প্লেব্যাক শিল্পী হিসেবে। পরে ধীরে ধীরে অভিনয়েও নাম লিখান। তিনি ‘ইয়ে আশিকি’, ‘চাঁদ তু’, ‘ধু ধু করকে’, এবং ‘ফকির কি জুবানি’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার গান ‘ইশক ফকিরানা’ ভাইরাল হয়েছিল।

ঋষভ অভিনীত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ফকির - লিভিং লিমিটলেস’ এবং ‘রাশনা: দ্য রে অফ লাইট’। ভারতীয় বিনোদনপ্রেমীরা তাকে তার সংগীত ও অভিনয়ের জন্য মনে রাখবেন।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।