ফেনীর জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর প্রতিবাদে ও শেখ হাসিনা দোসরদের বিচারের দাবিতে ছাত্র-জনতার এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে সাবেক ছাত্র সমন্বয়ক ওমর ফারুক শুভ ও ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হানিফ হেলালের নেতৃত্বে এ সময় ছাত্র-জনতা মিছিলে অংশ নেয়।
জুলাই ঐক্য ফেনী জেলার আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ মিনার থেকে শুরু হয়ে ট্রাংঙ্ক রোড প্রদক্ষিণ করে জুলাই স্মৃতিস্তম্ভে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর/জিকেএস