মানিকগঞ্জের আলোচিত কলেজছাত্র মনির হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম ইয়াসমিন আরা চার্জশিট আমলে নিয়ে মামলার কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। একই সঙ্গে মনির হত্যা মামলায় জামিনে থাকা অন্যতম আসামি শুকুর আলীর জামিন নামঞ্জুর করে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।কোর্ট পুলিশ পরিদর্শক মো. মতিয়ার রহমান বলেন, ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের কুয়েত প্রবাসী পরোশ আলীর কলেজ পড়ুয়া ছেলে মনির হোসেনকে হাত-পা বেঁধে জীবন্ত নদীতে নিক্ষেপ করে হত্যা করা হয়। হত্যা মামলার চার্জশিটের নথি গত ৭ জুন আদালতে পাঠানো হলে আদালত তা পর্যালচনার নির্দেশ দেন। পর্যালোচনায় চার্জশিটের উপর নিহত মনির হোসেনের মা মামলার বাদী মালেকা বেগমের কোনো আপত্তি না থাকায় বৃহস্পতিবার আদালতে চার্জশিট গ্রহণ করে। তিনি আরো বলেন, মনির হত্যা মামলায় মোট আটজনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে। এর মধ্যে বর্তমানে একজন (আক্তার হোসেন জামাল ওরাফে কামাল) জামিনে রয়েছেন। বাকি ৭ জনের মধ্যে ৫ আসামি জেলহাজতে থাকলেও দুইজন রয়েছেন পলাতক। পলাতক দুই আসামি মো. মাসুদ ও মো. আলমের বিরুদ্ধে কোর্ট বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এছাড়া শুকুর আলী নামের একজনের জামিনের মেয়াদ বৃহস্পতিবার শেষ হলে পুনরায় স্থায়ী জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।চার্জশিটভুক্ত আসামিরা হলেন, মো. বাদশা মিয়া (৩২), মো. আক্তার হোসেন জামাল ওরফে কামাল (৩৬), মো. আজগর চৌধুরী (৩১), মো. শুকুর আলী (৪৫), মো. লাল মিয়া (৩৪), মো. আনোয়ার হোসেন (৩০), মো. মাসুদ (৩৫) ও মো. আলম (৬৫)। পুলিশের চার্জশিটে সন্তোষ জানিয়ে নিহত মনির হোসেনের মা মালেকা বেগম জানান, তিনি ছেলে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চান। প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর মানিকগঞ্জ খানবাহাদুর আওলাদ হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র মনির হোসেনকে আসামিরা সেনাবাহীতে চাকরি দেয়ার কথা বলে সাভারে নিয়ে যায়। পরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দেয়ায় হাত-পা বেঁধে সাভারের বংশী নদীতে জীবন্ত ফেলে দিয়ে হত্যা করে।বি.এম খোরশেদ/এমএএস/আরআইপি